//
ক্রিয়ার উদ্দেশ্যের পূর্বে ক্রিয়াপদ উল্লেখের কারণ

‘…আপনার…’ এর মানে হচ্ছে আমরা শুধুমাত্র আপনারই ইবাদাত করি, আর কারও নয় এবং সবকিছুতে শুধুমাত্র আপনার উপরই বিশ্বাস ও আস্থা স্থাপন করি। সকল কাজের চূড়ান্ত সাফল্যের ক্ষেত্রে শুধুমাত্র আপনার উপরই নির্ভর করি। আল্লাহ্‌র আনুগত্য ও বশ্যতা স্বীকার করে নেয়ার পরিপূর্ণ মানে এটাই এবং সম্পূর্ণ ‘ইসলাম’ এই দু’টি কথার উপরই প্রতিষ্ঠিত।

বিশিষ্ট সালাফ গণের মতে, আল-ফাতিহাহ হচ্ছে কুর’আনের মূল আলোচ্য বিষয়, এবং এই আয়াহটি হচ্ছে আল-ফাতিহার মূলতত্ত্ব। অর্থাৎ কুর’আনের Main Theme হচ্ছে আল-ফাতিহাহ এবং এই আয়াহটি হচ্ছে আল-ফাতিহার Main Theme. إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ আমরা শুধু আপনার ইবাদাত করি, এবং আপনার কাছেই সাহায্য চাই।

আয়াতের প্রথম অংশ হচ্ছে সকল প্রকার শির্‌ক থেকে নিজের পবিত্রতা ঘোষণা করা, এবং পরের অংশটি মানুষের সব ধরণের ক্ষমতা ও শক্তিকে বাতিল করে দিয়ে এটা প্রমাণ করে যে সবকিছুই আল্লাহ্‌র দ্বারা নিয়ন্ত্রিত এবং সেখানে মানুষের কোন কর্তৃত্ব নেই। একই ধরণের অর্থ কুর’আনের আরও বেশকিছু যায়গায় উল্লিখিত আছে, যেমন, আল্লাহ্‌ বলেছেন,

فَاعْبُدْهُ وَتَوَكَّلْ عَلَيْهِ وَمَا رَبُّكَ بِغَـفِلٍ عَمَّا تَعْمَلُونَ

(হে মুহাম্মাদ) তাঁর ইবাদাত কর এবং তাঁর উপর ভরসা কর। আর তোমরা যা কিছু কর তোমাদের প্রভু সে ব্যাপারে মোটেও অনবগত নন। [১১ হূদঃ ১২৩]

قُلْ هُوَ الرَّحْمَـنُ ءَامَنَّا بِهِ وَعَلَيْهِ تَوَكَّلْنَا

এদেরকে বলো, তিনি অত্যন্ত দয়ালু, আমরা তাঁর ওপর ঈমান এনেছি এবং তাঁরই ওপর নির্ভর করেছি। [৬৭ মূল্‌কঃ ২৯]

رَبُّ الۡمَشۡرِقِ وَالۡمَغۡرِبِ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ فَاتَّخِذۡهُ وَكِيۡلاً‏‏

তিনি পূর্ব ও পশ্চিমের মালিক। লা ইলাহা ইল্লা হুয়া – তিনি ছাড়া আর কোন ইলাহ নেই। তাই তাঁকেই একমাত্র ওয়াকীল (সকল ব্যাপারে সমাধানকারী) হিসেবে গ্রহণ করো। [৭৩ আল-মুজ়্জামিলঃ ৯]

এবং, إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ আমরা শুধু আপনার ইবাদাত করি, এবং আপনার কাছেই সাহায্য চাই।

ইয়্যাকা (আপনার) এই শব্দে ‘কাফ’ অক্ষরটি ব্যবহারের মাধ্যমে এই আয়াতে এসে কথার ধরণ ব্যাকরণগত দিক থেকে ‘নাম পুরুষ’ থেকে ‘মধ্যম পুরুষ’ এ পরিবর্তিত হয়েছে। এর কারণ হচ্ছে বান্দা আল্লাহ্‌কে সবকিছুর জন্য প্রশংসা ও ধন্যবাদ জানানোর পর, বান্দা যেন সরাসরি তাঁর সামনেই দাঁড়িয়ে তাঁর কাছে নিজের সীমাবদ্ধতা প্রকাশ করছে, এবং একমাত্র আল্লাহ্‌র কাছেই সবকিছুর জন্য সাহায্য চাচ্ছে।

< পূর্বের পৃষ্ঠা ▬▬▬▬▬ পরের পৃষ্ঠা >

আলোচনা

কোন মন্তব্য নেই এখনও

মন্তব্য করুন...

ক্যাটাগরিসমূহ

  • কোন বিভাগ(ক্যাটেগরী) নেই